ব্যাটারীচালিত রিক্সা চলাচলের দাবীতে সমাবেশ ব্যাটারীচালিত রিক্সা চলাচলের দাবীতে সমাবেশ - ajkerparibartan.com
ব্যাটারীচালিত রিক্সা চলাচলের দাবীতে সমাবেশ

3:17 pm , September 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ হয় কাজ দাও, নয়তো রিক্সা চালিয়ে বাঁচতে দাও শিরোনামে নগরীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বুধবার নগরীর সদর রোডে এ কর্মসুচী পালন করে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক মালিক সংগ্রাম কমিটি। সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিকদল বাসদ জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্টের নেতা বাবুল তালুকদার,শহিদুল ইসলাম,শুশান্ত শকুল ও জেলা ছাত্র ইউনিয়ন নেতা নিলিমা জাহান প্রমুখ। সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন দিদারের সভাপতিত্বে এ সভায় বক্তারা বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত তাদের উচ্ছেদ নাসহ হয়রানী করা বন্ধ করার দাবী করেছেন। এছাড়াও নীতিমালা করে রিক্সা চলাচলের অনুমতি দেয়ার দাবি করা হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, ‘গত দুই সপ্তাহ ধরে নগরীর বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিক্সা ভাংচুর, রিক্সা শ্রমিকদের মারধর-হয়রানি ও ব্যাটারি মটর খুলে নেয়া সহ নানাভাবে হয়রানি করছে প্রশাসন। অথচ এই রিক্সাগুলোর সাথে অর্ধ লক্ষ পরিবারের জীবন-জীবিকা যুক্ত। যারা এখন অর্ধাহার-অনাহারে দিনাতিপাত করছে। তাই বক্তারা চলমান অভিযান বন্ধ করে রিক্সা চলাচলের অনুমতি দিয়ে শ্রমিকদের বাঁচতে দেয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।এর পূর্বে তারা লাল পতাকা সহ বিভিন্ন প্লাকার্ড নিয়ে নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT