আগৈলঝাড়া ইউএনও’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা আগৈলঝাড়া ইউএনও’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা - ajkerparibartan.com
আগৈলঝাড়া ইউএনও’র মোবাইল ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

3:10 pm , September 4, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে টাকা দাবি করেছে প্রতারক চক্র। গতকাল মঙ্গলবার নিজ ফেসবুক আইডিতে এমনই এক সতর্কীকরণ বার্তা পোষ্ট করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস। এই ঘটনায় রাতেই আগৈলঝাড়া থানায় আইনগত সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা একটি সাধারণ ডায়েরী করেছেন। তবে এখন পর্যন্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টার পর থেকে আমার কাছে বিভিন্ন স্কুল থেকে ফোন আসতে থাকে। তারা আমাকে জানান ‘ইউএনও’র সরকারি নম্বর থেকে কেউ একজন ফোন করে প্রধান শিক্ষকদের বলছে তাদের স্কুলের জন্য ল্যাপটপ আসছে। ব্যক্তিগতভাবে ওই ল্যাপটপ পাওয়ার জন্য ৮ থেকে ১০ হাজার টাকা করে দিতে বলা হয় প্রধান শিক্ষকদের কাছে। কিন্তু পরবর্তীতে ‘ইউএনও’ লেখা ও নম্বরে শিক্ষকরা ফোন করলেও কল না ঢোকায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তাৎক্ষনিকভাবে তারা ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি অবগত হওয়ার পরে গ্রামীন ফোন কোম্পানির সাথে যোগাযোগ করি। কিন্তু তারা আমাকে কোন সহযোগিতা করতে পারেনি। তাই ওই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরী করেছি। পাশাপাশি ফেসবুকে সকলকে সতর্ক করে একটি স্ট্যাটাস দিয়েছি। এর পর রাত ১১টার দিকে প্রতারকদের ফোন আসা বন্ধ হয়।
এ প্রসঙ্গে আগৈলঝাড়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আফজাল হোসেন ডায়েরীর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোন একটি প্রতারক চক্র এই কাজটি করে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত তাদের শনাক্ত কিংবা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবিষয়ে পুলিশের তৎপরতা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT