2:55 pm , September 3, 2019
মোঃ তরিকুল ইসলাম, পিরোজপুর ॥ ভা-ারিয়ায় বখাটেদের উৎপাতে রুকাইয়া আক্তার রুপার আত্মহত্যার মামলায় আসামী রাইয়ানকে (১৬) বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গতকাল মঙ্গলবার শিশু আদালতের বিচারক মো. মিজানুর রহমান শুনানী শেষে রাইয়ানকে শর্তসাপেক্ষে ২ দিন পুলিশ রিমান্ডে দেন। এর আগে গত সোমবার রাইয়ান পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেলে আসামীর বয়স কম হওয়ায় মামলাটি শিশু আদালতে স্থানান্তর করা হয়। আসামী শিশু বলে রিমান্ডে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তার সামনে জিজ্ঞাসাবাদ করতে হবে শর্তে রিমান্ড মঞ্জুর করে আদালত । পিরোজপুরের নারী ও শিশু আদালতের বিশেষ পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা রাষ্ট্রপক্ষে এবং সিনিয়র আইনজীবি এডভোকেট আহসানুল কবির বাদল ও এডভোকেট মুনসুর উদ্দিন আসামী পক্ষে রিমান্ড শুনানীতে অংশ নেন। এ সময় আসামী পক্ষের আইনজীবিরা তাদের বক্তব্যে বলেন, রাইয়ান আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন এবং সে একজন শিশু তাই তাকে রিমান্ডে নেয়া বেআইনী। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক দু’দিনের রিমান্ড আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভা-ারিয়া থানার সাব ইন্সেপেক্টর মো. কাইয়ুম মঙ্গলবার বিকালে রাইয়ানকে পিরোজপুর থেকে ভা-ারিয়া থানায় নিয়ে আসেন। উল্লেখ্যঃ বখাটের উৎপাতে সইতে না পেরে স্কুল ছাত্রী রুকাইয়া রুপা (১৫) ওষুধ খেয়ে শুক্রবার রাতে আত্ম হত্যা করে। নিহত স্কুল ছাত্রী রুকাইয়া রুপা উপজেলার ভা-ারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করে আসছিলো। সে পৌর শহরের হোটেল ব্যবসায়ী মো. রুহুল মুন্সির মেয়ে।