হিজলায় স্ত্রী ও পরকিয়া প্রেমিকের হাতে স্বামী খুন হিজলায় স্ত্রী ও পরকিয়া প্রেমিকের হাতে স্বামী খুন - ajkerparibartan.com
হিজলায় স্ত্রী ও পরকিয়া প্রেমিকের হাতে স্বামী খুন

2:53 pm , September 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ হিজলা উপজেলার চর ছয়গাঁও গ্রামে পরকিয়া প্রেমিককে সাথে নিয়ে স্বামীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকালে থানা পুলিশ নিহত কাওছার দপ্তরী (৪৮) নামের ব্যক্তির লাশ উদ্ধার করে। ও ওই গ্রামের মৃত জামেদ আলী দপ্তরীর ছেলে। এদিকে জেলেকে হত্যার অভিযোগে তার স্ত্রী ও তার পরকিয়া প্রেমিককে আটক করেছে পুলিশ। এরা হলো স্ত্রী সাজেদা বেগম (৩৫) ও পরকিয়া প্রেমিক হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বেপারীর ছেলে এর ছেলে মাসুদ বেপারী (৩০)। বুধবার বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে নিহতের মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানিয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রকিব উদ্দিন। তিনি জানান, নিহত কাওছার দপ্তরীর মাথা সহ শরীরির বিভিন্ন স্থানে জখম রয়েছে। ফলে প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ধারনা করা হচ্ছে পরকিয়ার জের ধরে এই হত্যাকান্ড ঘটেছে। এজন্য নিহতের স্ত্রী ও তার পরকিয়া প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ধরে আনা হয়েছে। তবে নিহতের ছেলে ঢাকায় অবস্থান করায় এখন পর্যন্ত এই ঘটনা কোন মামলা হয়নি। তাকে খবর দেয়া হয়েছে। বুধবার সে হিজলায় আসবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT