বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে শিক্ষক-কর্মকর্তাদের অবাঞ্চিত লেখার প্রতিবাদ : জড়িতদের শাস্তি দাবী বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে শিক্ষক-কর্মকর্তাদের অবাঞ্চিত লেখার প্রতিবাদ : জড়িতদের শাস্তি দাবী - ajkerparibartan.com
বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেয়ালে শিক্ষক-কর্মকর্তাদের অবাঞ্চিত লেখার প্রতিবাদ : জড়িতদের শাস্তি দাবী

2:51 pm , September 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দেয়ালসমূহে শিক্ষক-কর্মকর্তাদের নামে অবাঞ্চিত লেখার প্রতিবাদ এবং এই ধরণের কর্মকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তি প্রদানের দাবী জানানো হয়েছে। পহেলা সেপ্টেম্বর এই মর্মে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ দায়িত্বপ্রাপ্ত ভিসি’র কাছে এই কর্মকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়ে আবেদন করেছে। সংগঠনের আহ্বায়ক বাহাউদ্দিন গোলাপ স্বাক্ষরিত ওই আবেদন সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক ভবনের দেয়ালসমূহে বিভিন্ন সময়ে শিক্ষক ও কর্মকর্তাদের নামে অবাঞ্চিত উক্তি লেখা হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ নেতাকর্মীরা অবিলম্বে এই লেখাসমূহ অপসারণের দাবী জানান। একই সাথে তদন্তের মাধ্যমে উক্ত কুরুচিপূর্ন কর্মকান্ডের সাথে জড়িত ব্যক্তিগণকে চিহ্নিত করা না গেলে বিশ্ববিদ্যালয়ে পারষ্পরিক বিশ্বাস ও সম্পর্কের অবনতি ঘটবে এবং ভবিষ্যতেও এ জাতীয় কর্মকান্ড ঘটতে থাকবে বলে উল্লেখ করা হয় আবেদনটিতে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT