সাবেক ভাইস চেয়ারম্যান তাপসীর ভাই নারী নির্যাতন মামলায় আটক সাবেক ভাইস চেয়ারম্যান তাপসীর ভাই নারী নির্যাতন মামলায় আটক - ajkerparibartan.com
সাবেক ভাইস চেয়ারম্যান তাপসীর ভাই নারী নির্যাতন মামলায় আটক

2:50 pm , September 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদের হোটেল শরীফ থেকে প্রেমিকা আয়শাসহ বাবুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসীর ছোট ভাই মিলনকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। আটককৃত মিলন বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মৃত মতিন চেয়ারম্যান এর ছেলে এবং বর্তমান এবং তার প্রেমিকা বাবুগঞ্জের রাজপুত গ্রামের মজিবর রহমানের কন্যা।
এয়ারপোর্ট থানার এসআই মো. সাইদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পুলিশের একটি দল নথুল¬াবাদস্থ হোটেল শরীফে অভিযান চালায়। সেখানের একটি কক্ষ থেকে আটক করা হয় প্রেমিক যুবল মিলন ও তার প্রেমিকাকে। প্রেমিকা অভিযোগ করেন বিয়ের প্রলোভনে তাকে আবাসিক হোটেলে নিয়ে আসে তাপসীর ভাই মিলন। তরুনীর অভিযোগের প্রেক্ষিতে মিলনসহ তাকে থানায় নিয়ে আসা হয়। থানায় নিয়ে যাওয়ার পর উভয়ের পরিবারের লোকজন সেখানে আসেন। একপর্যায়ে ওই তরুনীর সাথে মিলনের বিয়ের কথা হয়। কিন্তু মিলন বিয়ে করতে রাজি না হওয়ায় রবিবার রাতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/১ ধারায় মিলনকে আসামী করে মামলা দায়ের করেন ওই তরুনী (১৯)। ওই কন্যার স্বজন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবত মিলনের সাথে প্রেমের সম্পর্ক থাকায় গত রবিবার বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে বাবুগঞ্জ এর রাজপুর গ্রামেমের বাসিন্দা মোঃ মজিবর রহমানের মেয়ে আয়শা (ছদ্মনাম)কে হোটেল শরীফে নিয়ে আসেন মিলন। কিন্তু সারাদিন অতিবাহিত হয়ে গেলেও মিলন তাকে বিয়ে না করলে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যেতে চায় ওই তরুনী। এ খবর পায় থানা পুলিশ। পরে এয়ারপোর্ট থানার একটি টিম হোটেল শরীফে গিয়ে তাদের আটক করেন। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার এসআই সাইদ জানান, মিলনের বিরুদ্ধে ৯/১ ধারায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এদিকে মিলনকে আটকের পর রাতভর তাকে ছাড়াতে তদবির করেন বাবুবঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান খালিদ হোসেন স্বপন। কিন্তু পুলিশ অনড় থাকায় স্বপনের তদবির ব্যর্থ হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT