2:48 pm , September 3, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার চরমোনাইতে ১০ বছর বয়সি এক শিশুকে যৌন নিপিড়নের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত আব্দুল জব্বার আকন (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২রা সেপ্টেম্বর) রাতে চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ ইছাগুড়া এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) এই ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী থানার সেকেন্ড অফিসার (উপ-পরিদর্শক) মোস্তাফিজুর রহমান।
তিনি জানান, সোমবার রাতে ইছাগুরা গ্রামের ইউসুফ আকন এর ছেলে আব্দুল জব্বার আকন শিশুটিকে তার নিজ ঘরে ডেকে যৌন নিপিঁড়নের চেষ্টা করে। এসময় শিশুটি ডাক-চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। পাশাপাশি শিশুর যৌন নিপিঁড়নের চেষ্টাকারী আব্দুল জব্বারকে গণধোলাই দেয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত জব্বার আকনকে গ্রেফতার করে।