এক ছেলের পর আরেক ছেলের করুন মৃত্যু এক ছেলের পর আরেক ছেলের করুন মৃত্যু - ajkerparibartan.com
এক ছেলের পর আরেক ছেলের করুন মৃত্যু

2:47 pm , September 3, 2019

নিজস্ব ও মুলাদী প্রতিবেদক ॥ মুলাদীতে এক সন্তানের সলিল সমাধির প্রায় তিন মাসের মাথায় আরেক ছেলের করুন মৃত্যু হয়েছে। খেলা করতে গিয়ে জানালার পর্দার কাপড়ের সাথে গলায় ফাঁস পড়ে সাড়ে চার বছর বয়সি ওই শিশুর করুন মৃত্যু হয়। অকালেই করুন মৃত্যু হওয়া শিশু সাফিন মুলাদী উপজেলার সদর ইউনিয়নের চর লক্ষ্মপিুর গ্রামের বাসিন্দা ও মুলাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক মাস্টার জিয়াউদ্দিন মনিরের ছোট পুত্র। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে হলেও সে পরিবারের সাথে মুলাদী থানা ভবনে (হাজী টাওয়ার) ভাড়া বাসায় বসবাস করেন। এর আগে চলতি বছরের গত ৬ জুন ঈদের ছুটিতে বাবা’র সাথে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে ¯্রােতের সাথে ভেসে যায় যুবলীগ নেতার বড় ছেলে শাখাওয়াত হোসেন (১২)। এর পর ৯ জুন তার মৃতদেহ খুঁজে পায় স্বজনরা। তথ্যের সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার অফিসার ইন-চার্জ (ওসি) জিয়াউল ইসলাম বলেন, হাজী টাওয়ার নামক যে ভবনটিতে ঘটনা সেই ভবনের নীচ তলায় মুলাদী থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুপুর ১টার দিকে যুবলীগ নেতার স্ত্রী সাথী আক্তার রান্না ঘরে কাজে ব্যস্ত ছিলেন। এসময় ছোটপুত্র সাফিন ঘরের জানালায় পর্দার কাপড় ধরে খেলা করছিলো। একটু পরেই সাফিনের খাটের ওপর পড়ে যাওয়ার শব্দ পেয়ে ছুটে যান মা সাথী আক্তার। তিনি দেখতে পান পর্দার কাপড়ের সাথে সাফিনের গলায় ফাঁস পড়ে আছে। থানা পুলিশের সহযোগিতায় সাফিনকে তাৎক্ষণিক ভাবে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. সালাউদ্দিন শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT