2:46 pm , September 3, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বাড়িতে এডিস মশার লার্ভার সন্ধান পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টুসহ ২ ভবন মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার নগরীর কাটপট্টি ও কালিবাড়ি রোড এলাকায় এই অভিযান পরিচালনা করে বরিশাল সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ্বাস দাস এর নেতৃত্বে এইমোবাইল কোর্ট এবং অভিযান পরিচালিত হয়। জানা গেছে, দুপুরে এডিস মশার লার্ভা’র খোঁজে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় তারা নির্মানাধিনসহ ৬টি বাড়িতে তল্লাশী করেন। যার মধ্যে কাটপট্টি রোড এলাকার অর্পনা ঘোষ এর মালিকানাধিন ‘ঘোষ ভবন’ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু’র নির্মানাধীন ভবনে অপরিচ্ছন্ন ও মশার লার্ভা খুঁজে পাওয়া যায়। এ জন্য মোবাইল কোর্টের মাধ্যমে দুই হাজার টাকা করে অর্থদন্ড দেয়া ভবন মালিকদের। অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক সাইফুল উপস্থিত ছিলেন।