2:44 pm , September 3, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে গত ৫০ দিনে ৪ হাজার ১০৫ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। তবে র্পূবের তুলনায় আক্রান্তের সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। যার কারণে গতকাল মঙ্গলবার (সোমবার সকাল ১০টা থেকে মঙ্গলবার সকাল ১০ টা পর্যন্ত) মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন। তবে ডেঙ্গু থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ৪ হাজার রোগী। আর মারা গেছে ১১ জন ডেঙ্গু রোগী।
জানা গেছে, বরিশাল বিভাগের জেলা ও উপজেলার সরকারি এবং প্রাইভেট হাসপাতালগুলোতে ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা পূর্বের তুলনায় অনেক কমতে শুরু করেছে। তবে এই রোগ পুরোটা নির্মূল না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সর্তকাবস্থায় থাকার জন্য রোগীদের নির্দেশনা দিচ্ছে। বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগের জেলা ও উপজেলায় ২৪ ঘন্টায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৪ জন। এর মধ্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। সব মিলিযে বিভাগের সরকারি ও প্রাইভেট হাসপাতালগুলোতে ২২০জন রোগী চিকিৎসা নিচ্ছে।
বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শেবাচিমে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তবে বরিশালে এডিস মশার উপদ্রোব নেই। এখানে যেসব রোগী ভর্তি হয়েছে তারা সবাই কোন না কোনভাবে ঢাকায় আসা যাওয়া করেছেন।