3:04 pm , September 2, 2019
কলাপাড়া প্রতিবেদক ॥ কলাপাড়ার মহিপুর থানা পুলিশ দেড় কেজি গাজাসহ রাকিবুল ইসলাম মাতুব্বর (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে কুয়াকাটারআবাসিক হোটেল আল হেরা এর সম্মুখ থেকে তাকে গাজাসহ গ্রেফতার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।
মহিপুর থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই হাফিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করার ঘটনায় এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সোমবার তাকে আদালতে হস্তান্তর করেছে।