ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত দুই ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত দুই - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত দুই

2:52 pm , September 2, 2019

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়া রোববার সন্ধ্যায় উপজেলা সদরের টি এন্ড টি সড়ক সংলগ্ন কবিরাজ বাড়িতে পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে চাচাতো ভাইদের এলোপাতারি কোপে গুরুতর আহত হয় শহিদুল কবিরাজ (৪০) ও তার মা আমিরোন নেছা(৬০)। এর পূর্বে গত ২৯আগষ্ট বৃহস্পতিবার একই ভাবে শহিদুলের ছেলে রাহাত কবিরাজ (১৮)কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত রাহাত ঢাকায় চিকিৎসারত আছে । এদিকে শহিদুল কবিরাজের আবস্থা আশঙ্কাজনক হওয়ায় সোমবার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আমিরোন নেছাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এবিষয়ে শহিদুলের ছোট ভাই নজরুল কবিরাজ গতকাল সোমবার ভা-ারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ এবং স্থানীয়সূত্রে জানাগেছে, শহিদুল কবিরাজকে রোববার সন্ধ্যায় তার নিজ বাড়িতে তারই আপন চাচাতো ভাই মিঠু কবিরাজ (৩৫), রনি কবিরাজ (২৮)ও হাসান কবিরাজ (২০) গাছকাটা দাও ও চাপাতি দিয়ে এলোপাতারি ঘারে পিঠে, পায়ে কোপাতে থাকে এসময় শহিদুলের মা আমিরোন নেছা ছেলেকে রক্ষা করতে আসলে সেও আহত হয়। স্বজনরা গুরুতর অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ভা-ারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল এবং সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকায় প্রেরণ করা হয়। তবে শহিদুলের দুই পাই কেটে ফেলা লাগতে পারে বলে জানান স্বজনরা। ইতিপূর্বে শহিদুল কবিরাজ গং মিঠু কবিরাজকে কুপিয়ে আহত করে। এর জের ধরেই এই ঘটনা বলে জানা গেছে। এবিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মাকসুদুর রহমান জানান, শহিদুলের ছোট ভাই নজরুল কবিরাজ ৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে। আমরা আইনি ব্যবস্থা গ্রহন করব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT