ববিতে বাঁধন ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ববিতে বাঁধন ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - ajkerparibartan.com
ববিতে বাঁধন ইউনিটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

2:42 pm , September 1, 2019

ববি প্রতিবেদক ॥ ক্যাম্পাসে শোভা যাত্রা,বৃক্ষরোপণ, বিনামূল্যে রক্তের গ্রুপিংসহ দিন ব্যাপি বণ্যার্ঢ্য আয়োজনে বাঁধন ( স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গতকাল রবিবার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে সকাল ১১ টার দিকে একটি শোভাযাত্রা বের করে সংগঠনটি। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের মুল ফটক হয়ে উপাচার্যের বাসভবনের সামনে দিয়ে এসে মুক্তমঞ্চ ঘুরে কেন্দ্রীয় ক্যাফেটিয়ার সামনে এসে শেষ হয়। পরে ছাত্র-শিক্ষক মিলনাতায়নে বাঁধন অফিসে কেক কাটা হয়। কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে একটি কাঠগোলাপ গাছও এ সময় রোপণ করা হয়। বৃক্ষরোপণ শেষে গ্রাউন্ড ফ্লোরে বিনামূল্য রক্তের গ্রুপিং নির্ণয় কর্মসূচি পালন করে সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন বাঁধন, বরিশাল বিশ্ববিদ্যালয় ইউনিটের উপদেষ্টা শিক্ষক ম-লী শিক্ষক সমিতির ( ভারপ্রাপ্ত) সভাপতি মো: সিরাজিস সাদিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো: উজ্জ্বল হোসেন, ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের প্রভাষক হাসনাত জামান, ছাত্র উপদেষ্টা ছোটন্দ্রনাথ চক্রবর্তী সহ সকল বাঁধন কর্মী ও ডোনারবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT