বিএম কলেজের সেই নিখোঁজ ছাত্র ইমু আনসার আল ইসলামের সদস্য! বিএম কলেজের সেই নিখোঁজ ছাত্র ইমু আনসার আল ইসলামের সদস্য! - ajkerparibartan.com
বিএম কলেজের সেই নিখোঁজ ছাত্র ইমু আনসার আল ইসলামের সদস্য!

2:40 pm , September 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ পরিবার থেকে অপহরণের অভিযোগ করা বিএম কলেজের সেই ছাত্র আবু সুফিয়ান ইমু (২২) নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের প্রচার শাখার সদস্য। গত ৩০ আগস্ট ভোর রাতে রাজধানীর সদর ঘাটে লঞ্চ টার্মিনাল থেকে ইমু সহ সংগঠনের দুই সদস্যকে আটক করে র‌্যাব-২ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র, বই ও ভিডিও তৈরির সরঞ্জামাদী উদ্ধার করেছে তারা। আটক অপর সদস্য বানারীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম সাইফ (৩১) বেশায় একজন শিক্ষক। এছাড়া ইমু বিএম কলেজের ব্যাবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।  র‌্যাব-২ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার এএসপি মহিউদ্দিন ফারুকী জানান, আনসার আল ইসলামের প্রচার শাখার ওই দুই সদস্য লঞ্চ যোগে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে সদর ঘাট লঞ্চ টার্মিনাল থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে ইমুকে বিএম কলেজ এলাকা থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী করে তার বাবা পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ৬ নং ওয়ার্ডের টিএন্ডটি রোডের বাসিন্দা জসিম উদ্দিন। কোতয়ালী মডেল থানায় দায়ের হওয়া ডায়েরী নম্বর ১৪৭১।
ওই ডায়েরী তিনি উল্লেখ, করেন গত ২৯ আগস্ট দুপুরে দুটি মোটরসাইকেলে আসা কতিপয় ব্যক্তি ইমুজে জোর করে তুলে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দেয়ার কথা বলে ইমু’র নম্বর থেকে ফোন করে ১৫ হাজার টাকা মুক্তিপন দাবি করে। সে অনুযায়ী তার বাবা বিকাশের মাধ্যমে ১৫ হাজার টাকা মুক্তিপনও দেয়। এর পরেও ছেলেকে না পেয়ে তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT