2:34 pm , September 1, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক হুইপ এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, ‘আওয়ামী লীগ নাকি এদেশের ঐতিহ্যবাহী দল। এ জন্যই তারা মানুষের ভোটের অধিকার হরন করে ২৯ ডিসেম্বর গভির রাতে ভোটের বাক্স ভরে অবৈধভাবে ক্ষমতা দখল করে। তাই এই আওয়ামী লীগকে আমরা ঐতিহ্যবাহী দল হিসেবে স্বীকার করি না। ১লা সেপ্টেম্বর বরিশাল বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে সভাপতির বক্তৃতায় মহানগর বিএনপি’র সভাপতি আলহাজ¦ এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এসব কথা বলেছেন।নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয়ে সকাল ১১টায় অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান কাউকে হত্যা করে ক্ষমতায় আসেননি। সেদিন সিপাহী-জনতা ঐক্যবদ্ধভবেজিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিলো। তিনি ক্ষমতায় বসেই এদেশের মুক্তিকামী মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য একদলীয় শাষন ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন।মজিবর রহমান সরোয়া বলেন, ‘কাউকে এককভাবে ক্ষমতা দখল করে রাখার জন্য এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি। তারা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলো গণতন্ত্র উদ্ধারের জন্য’। আমরাও চাই ১৫ আগস্ট ও ২১ আগস্টের সকল হত্যাকান্ডের বিচার হোক। তবে সেটা রাজনৈতিক বিবেচনায় না, বরং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে।তিনি বলেন, ‘ যে দেশে জনগণের ভোটের অধিকার থাকে না সে দেশের স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ে। বিএনপি কারোর সাথে অবৈধ চুক্তি করে নিজের দেশের ঐতিহ্য ধ্বংস করে নাই। বিরোধী দলের সভা-সমাবেশ, মিছিল-মিটিংএ বাধা, যতই হত্যা, গুম, নির্যাতন চালাবেন আপনাদের উন্নয়ন দেশবাশীর কাছে ততই অগ্রহনযোগ্য হয়ে পড়বে। দেশের মানুষ স্বাভাবিক ভোটের অধিকার ফিরে পেতে চায়। সেই সাথে আমরাও দেশবাশীর ভোটের অধিকার সহ গনতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন করে যাব।মহানগর যুবদলের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, মনিরুল আহসান তালুকদার মনির, এ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, বিএনপি নেতা এ্যাডভোকেট আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, মহানগর মহিলা দলের প্রস্তাবিত সভাপতি শামিমা আকবর প্রমুখ।