3:25 pm , August 31, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জাতীয় পার্টির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চেহলাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল এবং বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এসএম রহমান পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা রফিকুল ইসলাম গফুর, অ্যাড. আব্দুল জলিল ও রস্তুম আলী প্রমুখ। এসময় বক্তারা এরশাদের আদর্শ বাস্তবায়নে দলীয় নেতা-কর্মীসহ সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভার শেষ পর্যায়ে এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যদিকে নগরীর সদর রোডস্থ জাপা কার্যালয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি এ্যাড. একেএম মুরতজা আবেদীন এর সভাপতিত্বে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ চুন্নু, সহ-সভাপতি বাছেদ তালুকদার, সাংগঠনিক একেএম মোস্তফা, যুগ্ম সম্পাদক এবিএম হালিম হাওলাদার, কাজল সিকদার, মো. খোকন তালুকদার, নুর আলম সিদ্দিকি, সরদার এনায়েতুর মোস্তফা, মনির মিয়া, সোহাগ হাওলাদার, হাবিবুর রহমান, নাইমুর রহমান নয়ন প্রমূখ উপস্থিত ছিলেন। অপরদিকে জাপার উপজেলার সভাপতি বশির আহম্মেদ ঝুনুর সভাপতিত্বে সাবেক রাষ্ট্রপতি এরশাদের চেহেলাম উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মহসিন মিয়া, ছবুর মৃধা, ইঞ্জি: আতিকুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।