3:14 pm , August 30, 2019
শাকিল মাহমুদ বাচ্চু ,উজিরপুর ॥ ছাত্রলীগের ব্যানারে রাজপথে মিছিলের সামনে থাকা সেই কিশোরী এখন বরিশালের সংরক্ষিত আসনের মহিলা এমপি। ছাত্রলীগের অর্দশের প্রতি অনুগত এক ছাত্রনেতাকে জীবন সাথী করেছেন। বিগত জাতীয় সংসদ নির্বাচনে (উজিরপুর-বানারীপাড়া) নিয়ে গঠিত বরিশাল -২ আসনে আ,লীগের মনেনয়ন প্রত্যাশীদের মধ্যে তিনি ছিলেন প্রথম সারীর তালিকায়। দল থেকে তিনি মনোনয়ন না পেলেও দলের জন্য কাজ করেছেন দিনরাত একাকার করে। শীতের সকালে, দুপুরে, রাতে মটরবাইক নিয়ে চষে বেড়িয়েছেন উজিরপুর-বানারীপাড়ার উপজেলার পথে -প্রান্তে। লোকালয়ে উঠান বৈঠক করেছেন নারীদের নিয়ে নৌকা প্রতিকের জয়ের লক্ষে। তার সেই পরিশ্রমের ফসল দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্যাগের পুরুস্কার হিসাবে তাকে বরিশালের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসাবে মনোনিত করেছেন। তিনি ( সৈয়দা রুবিনা আক্তার মীরা ) এখন সংসদ সদস্য সংরক্ষিত নারী এমপি। উজিরপুর-বানারীপাড়ায় ( রুবিনা) রয়েছে ব্যপক জনসমার্থন। সংসদ সদেস্য রুবিনা আক্তার মীরা যেন সেই আগের মতোই একেবারে একজন সাধারন মানুষ। তার মিষ্টভাষী ব্যবহারে মুগ্ধ সব পেশা শ্রেনীর লোকজন। তিনি (রুবিনা) সাধারন এক নারীর মতোই তার নির্বাচনী এলাকা উজিরপুর-বানারীপাড়ার মানুষের মূখে হাসি ফুটাতে ও এলাকার উন্নায়নে ব্যস্ত হয়ে পড়েছেন। সামাজিক কাজেও নিজের যোগ্যতার প্রমান দিয়ে তিনি বেশ আলোচিত হয়েছেন অতি অল্প সময়ের মধ্যে। এ কারনে তাকে নিয়ে উজিরপুর Ñ বানারীপাড়ার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে। নব্বই দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোর ছাত্রনেতা সার্জেন্ট জহিরুল হক হলের ছাত্রলীগের সাধারন সম্পাদক ও নির্বাচিত জি এস মোশারফ হোসেন রাজার সাথে প্রেমের বিয়ে রুবিনার। দু’জনেই একই আদর্শে রাজনৈতিক দলের কর্মী হওয়ার কারনে দীর্ঘ সংসার জীবনে রয়েছে নানা রাজনৈতিক স্মৃতি। আন্দোলন করতে গিয়ে ১৪ বার বৈদ্যুতিক সখ দেয়া হয় স্বামী রাজাকে। নানা নির্যাতনের কারনে কোনমতে শুধু বেচে আছেন তিনি। অনেক ঝড় পাড়ি দিয়েও কখনো অদর্শচ্যুত হননি এ দম্পতি। আওয়ামী লীগের দু:সময়ে রুবিনা ঢাকা রাজপথে নিজের জীবনবাজী রেখে দলের জন্য লড়াইও করেছেন। গ্রেনেড হামলায় নিজে আহত হয়েও অন্য নেতাদের আহত অবস্থায় উদ্বার করে প্রান বাঁচাতে তিনি বেশ সক্রিয় ভুমিকায় ছিলেন। রাজনৈতিক মামলায় একাধিকবার জেল হাজতেও গিয়েছিল। দেশ ও দলের প্রয়োজনে তিনি এক লড়াকু সৈনিক হিসাবে সর্ব মহলে প্রশংসিত ও পরিচিত। জীবনে এই প্রথমবারে নির্বাচিত ও একজন জনপ্রতিনিধির দায়িত্ব পাওয়া আ’লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা ধীরে ধীরে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারন মানুষের মনজয় করে বরিশালসহ দখিনের জনপদে এক নতুন রাজনৈতিক মেরুকরন সৃষ্টি করতে যাচ্ছেন। যা ভবিষ্যত প্রজন্ম’র জন্য অনুকরনিয়। উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি বরিশাল জেলা পরিষদের সদস্য বর্ষিয়ান রাজনৈতিক নেতা এসএম জামাল হোসেন বলেছেন, আমাদের রুবিনা একজন ভাল মনের মানুষ। তার মধ্যে কোন অহংকার বা প্রতিহিংসা নেই। তিনি যে একজন এমপি হয়েও সাধামাটা ভাবে চলাফেরা ও ভাল আচারনে মানুষ তাকে অনেক শ্রদ্ধা করেন।