3:09 pm , August 30, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডাঃ মো. বাকির হোসেন এর বাসায় একটি মোবাইল ফোন বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার ভোররাতে চার্জ দেয়া অবস্থায় মোবাইল ফোনটি বিষ্ফোরিত হয়।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, ফজরের নামাজ আদায় শেষে বিছানায় যান তিনি। হঠাৎ বিষ্ফোরণের বিকট শব্দ শুনে পাশের রুমে ছুটে যান। দিয়ে দেখতে পান চার্জ অবস্থায় থাকা একটি স্মার্ট ফোন বিষ্ফোরিত হয়ে পুড়ে গেছে। তবে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
পরিচালক বলেন, ‘বিষ্ফোরণ হওয়া মোবাইল ফোনটি “ঢরধড়সর সর ধ১” মডেলের ছিলো। এটি তার ছেলে ব্যবহার করতো। প্রতিদিনের ন্যায় রাতে মোবাইলটি চার্জে রেখে ঘুমিয়ে পড়ে সে। তবে দুর্ঘটনাস্থল থেকে ছেলে বিছানার দূরত্ব বেশি হওয়ায় কোন অঘটন ঘটেনি বলে শুকরানা আদায় করেন তিনি।