2:58 pm , August 30, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ আগামী এক মাসের মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ১৫১ জন চুক্তিভিত্তিক জনবল নিয়োগের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য সেবা ববস্থাপনা কমিটির সভাপতি (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসনাত আবদুল্লাহ এমপি। গতকাল শুক্রবার বিকেলে হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই নির্দেশ দিয়েছেন। বিকেল ৪টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ অধ্যক্ষের সভাকক্ষে আইন স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবিক্ষণ কমিটির মন্ত্রী পদমর্যাদার আহ্বায়ক আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।
এছাড়ায় কমিটির সদস্য পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি, সংরক্ষিত আসনের এমপি সৈয়দা রুবিনা আক্তার মীরা, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতœা, বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান সহ বিএমএ, স্বাচিপ এর নেতৃবৃন্দ, হাসপাতালের বিভিন্ন বিভাগের প্রধান, সেবা তত্ত্বাবধায়ক, র্যাব, পুলিশ, গণপূর্ত বিভাগ সহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সভার শুরুতে বিগত স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় নেয়া সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। পরে মুক্তি আলোচনা এবং চলমান ডেঙ্গু রোগ, হাসপাতালের অতিরিক্ত ভিজিটর, কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন, রোগীদের সেবা নিশ্চিত করণের বিষয়ে নানামুখি সিদ্ধান্ত হয়েছে।
বিশেষ করে হাসপাতালে রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত, শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ দাপ্তরিক কাজে অগ্রগতি ফিরিয়ে আনতে চুক্তিভিত্তিক ১৫১ জন জনবল নিয়োগের সিদ্ধান্ত হয়। যা আগামী ১ মাসের মধ্যে বাস্তবায়নের জন্য হাসপাতাল পরিচালককে নির্দেশ দিয়েছেন মন্ত্রী আলহাজ¦ আবুল হাসনাত আবদুল্লাহ।
এছাড়াও হাসপাতালের পূর্ব পাশের্^ নির্মানাধীন ৫ তলা বিশিষ্ট বহুতল ভবনের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে তা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের জন্য গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী। পাশাপাশি ময়লা আবর্জনা অপসরণ সহ বর্জ্য ব্যবস্থাপনায় হাসপাতাল কম্পাউন্ডে ইনসিলেন্ডার মেশিন স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া হাসপাতাল চত্ত্বরে কাগজপত্রবিহিন কোন এ্যাম্বুলেন্স না রাখার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। বৈধ কাগজপত্র ছাড়া যাতে কোন এ্যাম্বুলেন্স চলাচল না করতে পারে সে জন্য জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন আবুল হাসনাত আবদুল্লাহ।
