2:51 pm , August 30, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে মন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, মেয়র, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, ছাত্র-শিক্ষক, সুশিল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক প্রতিনিধিদের উপস্থিতিতে আজ শনিবার অনুষ্ঠিত হবে কালো রাতের স্মৃতিচারণ। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঘাতকদের বুলেটে আহত ও তাদের পরিবারের সদস্যসহ জেলার ৩০ হাজার আমন্ত্রিত অতিথিদের অংশ গ্রহনে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রথমবারের মত শোকাবহ আগস্ট স্মরণে এই অনুষ্ঠান আয়োজন উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে উক্ত স্মৃতিচারণমূলক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে গেষ্ট অব অনার পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য পংকজ নাথ, গোলাম কিবরিয়া টিপু, বেগম নাসরিন জাহান রতœা আমিন ও সংরক্ষিত সংসদ সদস্য এ্যাড. রুবিনা আক্তার মিরা, বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ডিআইজি মো: শফিকুল ইসলাম ও পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন ওই রাতে আহত বরিশাল জেলা শাখা মহিলা আওয়ামীলীগ সহ-সভাপতি সাহান আরা বেগম ও মূখ্য আলোচক বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এছাড়া আরো উপস্থিত থাকবেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারন সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গির হোসাইন। এছাড়া আরো উপস্থিত থাকবেন ১৫ই আগস্টে নির্মমতার শিকার খন্দকার জিল্লুর রহমান, ললিত কুমার দাশ, মুকুল কুমার দাস, দিলিপ দত্ত, প্রফেসর রফিকুল ইসলাম পিন্টু ও আঃ রব খান নান্টু। এদিকে শুক্রবার সকালে স্মৃতিচারন অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহিদুল ইসলাম, প্রবীন সাংবাদিক এসএম ইকবাল, দৈনিক আজকের পরিবর্তনের সম্পাদক কাজী মিরাজ, পুলক চ্যাটার্জি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, ফেরদাউস সোহাগ, রাহাত খান প্রমূখ।