3:10 pm , August 29, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে নির্মানাধীন তিনটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এজন্য ভবন তিনটির ডেভেলপার কোম্পানি’র সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও সুব্রত বিশ^াস এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
তিনটি মোবাইল কোর্টের প্রসিকিউশন অফিসার ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল। এছাড়া পুলিশের একটি টিম এতে সহযোগিতা করেন।
তথ্য নিশ্চিত করে নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল জানান, নগরীর জর্ডন রোডে নির্মানাধীন তিনটি ভবনে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ওই তিনটি ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা খুঁজে পান অভিযানকারীরা।
এজন্য নির্মানাধীন ভবনের ডেভেলপার কোম্পানি লায়লা ল্যান্ড মার্ক এর কর্মকর্তা মহসিন কাজীকে ৫ হাজার টাকা, পাশর্^বর্তী অপর দুটি ভবনের সাইদুল ইসলাম সজিব ও মিজানুর রহমান নামের দু’জনকে দুই হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।