3:03 pm , August 29, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর দুস্থদের চিকিৎসা ও শিক্ষার্থী পরিবারকে সহায়তার অংশ হিসেবে আর্থিক অনুদান দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। বরিশাল জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় বরিশাল নগরীর বিভিন্ন স্থানের আর্থিক অনটনে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ও অর্থের অভাবে দুস্থ পরিবারের সন্তানদের পড়ালেখার বিঘ্ন হওয়া অবেদন করা ৯টি পরিবারের সদস্যদের ৪৪ হাজার টাকার অনুদান প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক আল-মামুন তালুকদার, জেলা প্রশাসকের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ সহ বিভিন্ন কর্মকর্তা।