উত্তরা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারনার মামলা উত্তরা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারনার মামলা - ajkerparibartan.com
উত্তরা ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে প্রতারনার মামলা

3:27 pm , August 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ চেক দিয়ে প্রতারনার অভিযোগে উত্তরা ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার অগ্রনী ব্যাংক নগরীর পুরান বাজার শাখার ব্যবস্থাপক বাদী হয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালতের বিচারক মো. কবির উদ্দিন প্রামানিক মামলাটি আমলে নিয়ে সমনের নির্দেশ দেন। সমন প্রাপ্ত নাসির উদ্দিন খন্দকার নারায়নগঞ্জ উত্তরা ব্যাংক লিমিটেডের আঞ্চলিক শাখার প্রিন্সিপাল অফিসার। আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২২ জানুয়ারী ব্যাংক থেকে ২লাখ টাকা ঋন গ্রহন করেন নাসির উদ্দিন। কিস্তির কিছু টাকা পরিশোধের পর আর টাকা না দেয়ায় তার কাছে ২লাখ ১৫ হাজার টাকা পাওনা হয়। পাওনা পরিশোধে গত ৩০ জুন চেক দেয় নাসির উদ্দিন। ১৪ জুলাই চেকটি ব্যাংকে জমা দেয়া হলে তা প্রত্যাখ্যাত হয়। ১৮ জুলাই তাকে আইনী নোটিশ দেয়ার পরও টাকা পরিশোধ না করলে গতকাল মামলা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT