3:17 pm , August 28, 2019
উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরে ল্যাপটপ চুরি করতে না পেরে এক মাদ্রাসা ছাত্রকে অপহরন করে হামলা চালিয়ে সঙ্গাহীন করে ডোবায় ফেলে রাখে অপহরনকারীরা। আহত ছাত্র আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও আহত সূত্রে জানা যায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামের মজিবুর রহমানের ছেলে হোসাইন আহম্মদ ভুলু (৩২) ২৭ আগষ্ট রাত ৭টায় দোসতিনা আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন হাফিজি হেফজ খানা থেকে একটি ল্যাপটপ চুরি করার জন্য ওই এতিম খানার ছাত্র তেরদ্রোন গ্রামের মোঃ সাইদুর রহমান হাওলাদারের ছেলে মাহফুজুর রহমান (১৪) কে সহযোগীতা করার জন্য চাপ প্রয়োগ করে। এতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে আহম্মদ ভুলু এসার নামাজের পূর্বে ছাত্র মাহফুজুর রহমানকে অপহরণ করে নির্জন স্থানে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে অচেতন করে মাদ্রাসা সংলগ্ন একটি ডোবার মধ্যে কাদায় ডুবিয়ে রাখেন। এদিকে নামাজের সময় তাকে সহপাঠীরা দেখতে না পেয়ে খোজাখুজি শুরু করলে দেয়ালের পাশে ওই ছাত্রের টুপি ও জুতা পড়ে থাকতে দেখে। দীর্ঘক্ষন খোজাখুজির পরে ডোবা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাদ্রাসার কর্তৃপক্ষ তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ছিদ্দিক উল্লাহ জানান মাদ্রাসার হেফজ খানা থেকে ল্যাবটপ চুরির উদ্দেশ্যে ভুলু ওই হাফেজ ছাত্রকে অপহরন করে হত্যার উদ্দেশ্যে মারধর করে ডোবায় ফেলে রাখে। অভিযুক্তদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান অভিযোগ পেয়েছি অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে।