দুই বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা দুই বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা - ajkerparibartan.com
দুই বেকারীকে ৭০ হাজার টাকা জরিমানা

3:13 pm , August 28, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে নগরীর বিসিক শিল্প নগরীতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান দুটি বেকারী পরিচালকদের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উৎপাদিত পন্যের মোড়কে অগ্রিম মেয়াদ, অস্বাস্থ্যকর পরিবেশ, খাবারে এমোনিয়া সহ নিষিদ্ধ দ্রব্য মিশ্রন ও মেয়াদ উত্তীর্ণ খাবার মজুদ রাখায় এই জরিমানা করা হয়। বরিশাল সিটি কর্পোরেশন ও মহানগর পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মো. সাইফুল ইসলাম। মোবাইল কোর্টের প্রসিকিউশন অফিসার ও বরিশাল সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক সৈয়দ এনামুল হক সাইফুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকাল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউনিয়া বিসিক শিল্পনগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এসময় খাবারে ভেজাল মিশ্রন, পন্যের মোড়কে অগ্রিম মেয়াদ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারনে আল আমিন বেকারীকে ৫০ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ খাবার প্রদর্শণ ও মজুদ এর অপরাধে সাহাবুদ্দিন বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT