3:46 pm , August 27, 2019
বোরহানউদ্দিন প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও সদস্য, প্রবীণ রাজনীতিবিদ এবং ৬নং হাসাননগর ইউনিয়নের বার বার নির্বাচিত সফল চেয়ারম্যান মরহুম আলম চৌধুরীর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে মরহুম আলম চৌধুরীর জামাতা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দারের বাসায় মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়। প্রথম মৃত্যু বার্ষিকীর দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার, সহ-সভাপতি মোঃ জহির উদ্দিন বাবর, সংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, মসজিদের ইমাম ও বিভিন্ন মাদ্রাসার আলেম সহ হাফেজি মাদ্রাসার হাফেজ ছাত্র এবং স্থানীয় আওয়ামীলীগের নেতা-কমীরা উপস্থিত ছিলেন।