3:38 pm , August 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) ডেঙ্গু রোগী পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সোমবার সকাল ৮টা হতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৪১ জন ডেঙ্গু রোগী। যার মধ্যে পুরুষ ১৯ জন, মহিলা ১৪ ও শিশু ৮ জন। তাছাড়া গত ১৬ জুলাই থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে চিকিৎসা গ্রহন করেছে মোট এক হাজার ৬৮২ জন ডেঙ্গু রোগী। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৫১৬ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ৪২ জন। যার মধ্যে ২৪ জন পুরুষ, ৭ জন নারী ও ১১ শিশু। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত শেবাচিম হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা গ্রহন করছেন ১৬৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী। যা বিগত দিনের তুলনায় কম। যাদের মধ্যে ৭৯ জন পুরুষ, নারী ৪৯ ও শিশু ৩৮ জন। তাছাড়া এই হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছয় রোগীর মৃত্যু হয়েছে। তবে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা ১০ জন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন বলেন, শেবাচিমে গত দু’দিন ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। তবে তার আগে এর সংখ্যা কমে গিয়েছিলো। তবে বরিশালে এডিস মশার উপদ্রব নেই। এখানে যেসব রোগী ভর্তি হয়েছে তারা সবাই কোন না কোনভাবে ঢাকায় আসা যাওয়া করেছেন। চিকিৎসক ও রোগীরা ডেঙ্গু রোগীদের সার্বক্ষনিক খোঁজ রাখছেন বলে জানান তিনি।