প্রথম বারের মতো বরিশালে কয়েদীদের মাঝে বালিশ বিতরণ প্রথম বারের মতো বরিশালে কয়েদীদের মাঝে বালিশ বিতরণ - ajkerparibartan.com
প্রথম বারের মতো বরিশালে কয়েদীদের মাঝে বালিশ বিতরণ

3:31 pm , August 27, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রথম বারের মতো বরিশাল কেন্দ্রীয় কারাগারে কয়েদীদের মাঝে বালিশ বিতরণ করা হয়েছে। সোমবার (২৬ আগষ্ট) বরিশাল কেন্দ্রীয় কারাগারের উদ্যোগে প্রায় ১ হাজার ৩ শতজন কয়েদীদের মাঝে এ বালিশ বিতরণ করা হয়। বালিশ বিতরণ কালে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান, সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক, জেলার মোঃ ইউনুস জামান, কারাগার হাসপাতালের চিকিৎসক মোঃ শামীম রেজা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। উল্লেখ্য কারাগারে পূর্বে কয়েদীর শোয়ার জন্য বালিশ দেওয়া হতো না, তারা কম্বল দিয়ে বালিশ বানিয়ে তাতে ঘুমাতো। আর এবারই প্রথম কারা কর্তৃপক্ষ কয়েদীদেরকে বালিশ দেয়ার জন্য উদ্যোগ নিয়েছে।নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২০ পিস ইয়াবা ট্যাবলেট।
গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলো- পিরোজপুরের স্বরুপকাঠী (নেছারাবাদ) উপজেলার দোহারী ইউনিয়নের সুকুমার মৃধার ছেলে ও বর্তমানে নগরীর বিএম কলেজ এলাকার বাসিন্দা অনিন্দ্য মৃধা (১৯)। অপরজন ঝালকাঠির নলছিটি উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের জলিল আকনের ছেলে ও বর্তমানে নগরীর হাসপাতাল রোডের বাসিন্দা মো. জামাল আকন (২৪)।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে নগর পুলিশের গোয়েন্দা শাখার এসআই ইউনুস আলী ফরাজী’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১৯ নম্বর ওয়ার্ডস্থ নতুন বাজার মথুরানাথ পাবলিক স্কুলের সামনে থেকে তাদের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT