3:27 pm , August 26, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ঐতিহাসিক ফুলবাড়ী অদ্ভুত্থান দিবস উপলক্ষে নগরীতে সমাবেশ র্যালি ও শহীদ মিনারে শহীদদের শ্রদ্বাঞ্জলী নিবেদন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি বরিশাল জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালিত হয়। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বরিশাল জেলা শাখার আহবায়ক অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির সদস্য আ.ক.ম অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,দেওয়ান আঃ রসিদ নিলু,কমরেড অধ্যাপক জলিলুর রহমান,কমরেড মিঠুন চক্রবর্তী ও সুজয় বিশ্বাস। সমাবেশ অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব শাহ আজিজ খোকন। পরে নগরীতে একটি র্যালি বেড় করে র্যালি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সম্পদ রক্ষার বীর শহীদ আমিন,সালেকিন,তরিকুল,বাবুল রায়দের স্বরনে শ্রদ্বাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দ।