3:25 pm , August 26, 2019
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ মানষিক ভারসাম্যহীন ত্রিশোর্ধ এক নারীকে ধর্ষনের অভিযোগে আমিরুল মুন্সি (৪৫) নামের এক অটোচালক কে স্থানীয়রা আটক করে পুলিশে হস্তান্তর করেছে। রবিবার দিবাগত রাত ১০টার দিকে পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা প্রফুল্য ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের নিকটস্থ্য একটি জঙ্গলে নিয়ে আমিরুল মুন্সি নারীকে ধর্ষণ করে। স্থানীয়রা হাতেনাতে ধরে রাতেই কলাপাড়া থানায় নিয়ে আসে। এঘটনায় স্থানীয় মো. আলাউদ্দিন মিয়া বাদি হয়ে মামলা দায়ের করলে পুলিশ ধর্ষককে গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করে। আমিরুলের বাড়ি নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে। সে দীর্ঘদিন যাবৎ কলাপাড়া-পাখিমারা রুটে বেটারী চালিত অটোরিক্সা চালাতো। মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই সম্বিত রায় জানায়, ধর্ষিতা নারীকে ডাক্তারী পরিক্ষার জন্য সোমবার পটুয়াখালী পাঠানো হয়েছে এবং ধর্ষক আমিরুলকে গ্রেফতার দেখিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে।