সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে মাদক নির্মূল করতে হবে : মেনন সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে মাদক নির্মূল করতে হবে : মেনন - ajkerparibartan.com
সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে মাদক নির্মূল করতে হবে : মেনন

3:22 pm , August 26, 2019

সাইফুল ইসলাম ॥ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন (এমপি) বলেছেন, মাদকের কারনে আজ সমাজে নানা সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনা অহরহ ঘটছে। রোববার বিকাল ৫টার দিকে বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বন্দরে বাবুগঞ্জ উপজেলার ওয়ার্কার্স পার্টির নেতা ও বাবুগঞ্জ বাজার কমিটির সভাপতি প্রয়াত মোয়াজ্জেম হোসেন হাওলাদার’র শোক ও স্মরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রহমতপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার মাহমুদ’র সভাপতিত্বে ও ওয়াকার্স পার্টির নেতা অধ্যাপক গোলাম হোসেন’র সঞ্চালনায় শোক ও স্মরণ সভায় তিনি আরো বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে কেউ বাঁধাগ্রস্থ করলে সেখানে সঠিকভাবে উন্নয়ন করা সম্ভব নয়। তাই তিনি লুটপাটের বিরুদ্ধে লড়াই করে আগামী প্রজম্মের জন্য এগিয়ে যাওয়ার জন্য ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের আহ্বান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন মেননের সহধর্মীনি লুৎফুননেছা খান(এমপি)ও সাবেক এমপি ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সস্পাদক এ্যাডঃ শেখ মোঃ টিপু সুলতান। সভায় আরও বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, অধ্যক্ষ আ.কম মিজানুর রহমান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদার, কেন্দ্রীয় যুবমৈত্রীর সহ-সভাপতি মোঃ শাহিন মাহামুদ, কেন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহ-সভাপতি সুজন আহম্মেদ,জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য মোজাম্মেল হক ফিরোজ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ প্রমূখ। এর আগে রাশেদ খানমেনন (এমপি) সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের, চরসাধুকাঠি, রাকুদিয়া সরকারি আবুল কালাম ডিগি ্রকলেজ সড়ক, কোদারপুর ইউনিয়নেরমোল্লার হাট ও মীরগঞ্জ ফেরিঘাট নদী ভাঙন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধত্বন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT