উজিরপুরে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু উজিরপুরে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু - ajkerparibartan.com
উজিরপুরে পুকুরে ডুবে ভাইবোনের মর্মান্তিক মৃত্যু

3:18 pm , August 26, 2019

শাকিল মাহমুদ বাচ্চু ॥ উজিরপুরের গুঠিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গুঠিয়া ইউনিয়নের বাইশখালী গ্রামের আলমগীর হাওলাদারের পুত্র ইমরান হোসেন(৭), কন্যা আয়শা আক্তার(৫) বাড়ির অদুরে মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে দুপুর ১টায় পানিতে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। নিহত পরিবার সূত্রে জানা যায় ইমরান ও আয়শা দুই ভাইবোন একই এলাকার মাদ্রাজুল হুদা মাদ্রাসায় পড়াশুনা করত। গতকাল মাদ্রাসা থেকে বাড়ীতে এসে খাওয়া দাওয়া করে মা বাবাকে না বলে ওই মাদ্রাসার পুকুরে গোসল করতে যায়। এরই মধ্যে হঠাৎ শহিদুল ইসলাম নামক এক পথচারী পুকুরে দুই শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে ডাক-চিৎকার করলে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাদেরকে তাৎক্ষনিকভাবে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত বলে ঘোষনা করে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। নিহত শিশুর পরিবারের আহাজারীতে ভারী হয়ে উঠেছে এলাকা। উজিরপুর থানার ওসি শিশির পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT