3:15 pm , August 25, 2019
পরিবর্তন ডেস্ক ॥ ঝালকাঠিতে প্রায় ২ লাখ টাকা মূল্যের ৫৭৮ পিস ইয়াবাসহ রাজিব ও আমানত নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে শহরের ফরিয়াপট্টি উদ্বোধন স্কুল ও কাপুড়িয়া পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ পিস ও আমানত শাহ’র কাছ থেকে ৫২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রোববার ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ও কাজী ছোয়েব, ডিবি পুলিশ পরিদর্শক ইকবাল খান, এনামুল হোসেন ও এসআই মফিজুর রহমান। পুলিশ জানিয়েছে রাজিব ও আমানতের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়েছে। তাদের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।