4:02 pm , August 24, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধ করে নির্যাতনকারী ভূমি দস্যুদের গ্রেফতার এবং গ্রেফতারকৃত বস্তিবাসীদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছে বস্তিবাসী ইউনিয়ন। গতকাল শনিবার বিকেল ৫ টায় বস্তিবাসী ইউনিয়নের আহ্বানে এ করিম আইডিয়াল কলেজ প্রাঙ্গণে এক জরুরী সভায় এই দাবী তোলা হয়। বস্তিবাসী ইউনিয়নের আহবায়ক নূর হোসেন হাওলাদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বস্তিবাসী ইউনিয়নের প্রধান উপদেষ্টা, টিইউসি কেন্দ্রিয় কমিটির সদস্য এ্যাড. এ কে আজাদ, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোছনা বেগম, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তুষার সেন, বরিশাল বাস্তুহারা সমিতির নেতা আলিম হোসেন, টিইউসি বরিশাল জেলা কমিটির সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক অপূর্ব গৌতম।
বক্তারা বলেন, মাথা গোঁজার জন্য বরিশাল কীর্তনখোলা নদী থেকে জেগে ওঠা চরে পানির উপর মচা বেঁধে যুগের পর যুগ ধরে ভরাট করে আসছি। স্ব-স্ব স্থানে স্থায়ী বন্দোবস্ত পাওয়ার দাবীও নতুন নয়। কিন্তু হচ্ছে না। তাই বস্তিবাসীদের ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের কোনই বিকল্প নেই। বস্তিবাসীদের ১৫ দফা দাবী আদায়ের জন্য দলমত নির্বিশেষে বস্তিবাসী ইউনিয়নের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান হয়। পরে তারা ১৫ দফা দাবী উথাপন করে। দাবীগুলোর মধ্যে রয়েছে স্ব-স্ব বসতভিটায় স্থায়ী বন্দোবস্তের উদ্যোগ গ্রহণ, দৈনিক কাজের ব্যবস্থা এবং ন্যূনতম দৈনিক মজুরী ৫০০ টাকা নির্ধারণ, পাকা রাস্তা, বৈদ্যুতিক আলো, স্যানিটারী, লেট্রিনসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা, সকল প্রকার মাদক-জুয়া সন্ত্রাস বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, বস্তিবাসী শিশুদের পুনর্বাসন করে শিশু শ্রম বন্ধসহ শিশু নির্যাতন বন্ধ করা।