পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করুন ঃ বিসিসির প্রধান প্রকৌশলী পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করুন ঃ বিসিসির প্রধান প্রকৌশলী - ajkerparibartan.com
পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার করুন ঃ বিসিসির প্রধান প্রকৌশলী

3:53 pm , August 24, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ আমাদের সব ধরণেরপাকা বাড়ি নির্মাণে মাটি পোড়ানো ইটের ব্যবহার সব চেয়ে বেশী। প্রচলিত এই পদ্ধতিতে ইট নির্মাণে যে মাটি ব্যবহার হয় তাতে মাটির অপব্যবহার হচ্ছে। নস্ট হচ্ছে কৃষি জমি। তাছাড়া এই ইট পোড়াতে কয়লা, কাঠ বা গ্যাস ব্যবহার করা হয়। আর এই ইট ভাটা থেকে নির্গত ধোয়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। অধিক হারে জ্বালানি কাঠের ব্যবহার এক দিকে উজার হচ্ছে বনভূমি। অন্যদিকে পরিবেশে কার্বন-ডাই অক্সাইডের পরিমাণ বাড়িয়ে তুলছে। এই সকল বিষয় বিবেচনা করে মাটি পোড়ানো ইটের বিকল্প নির্মাণ প্রযুক্তি উদ্ভাবন ও প্রচলনের প্রয়াস চলছে কয়েক বছর ধরে। এসব বিবেচনায় মাটি পোড়ানো ইট এর পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহার করতে হবে। শনিবার পরিবেশ নীতিমালা বাস্তবায়নের লক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী খান মো: নুরুল ইসলাম এসব কথা বলেন। আটলান্ট ব্রিকস্ এন্ড ব্লকস্ লিমিটেডের আয়োজনে জানানো হয় বরিশালেও তৈরি হচ্ছে পরিবেশ বান্ধব, কৃষি বান্ধব ও ব্যয়সাশ্রয়ী বিকল্প নির্মাণ সামগ্রী ব্লক। অনুষ্ঠানে বক্তারা বলেন, এতে করে কৃষি জমরি উপরভিাগরে মাটি ব্যবহার রোধকরণ, বনজ সম্পদ ব্যবহার রোধ, র্কাবন নর্গিমন হ্রাসকরণ, নদ নদীর নাব্যতা রক্ষার্থে ড্রজেং সয়েলের ব্যবহার ও পরিবেশ সুরক্ষা হবে। নদীর ড্রেজড সয়েলের সাথে আনুপাতিক হারে সিমেন্ট, বালি মিশিয়ে মেশিনে চাপ প্রয়োগ করে ব্লক তৈরী করা হয়। এই ব্লকের মাধ্যমে নির্মাণ উপকরণ সাশ্রয়, স্বল্প সময়ে নির্মাণ, স্বল্প ব্যায় এ নিমাণ করা যাবে। পাশাপাশি ওজনে হালকা ফলে ভূমকিম্পে সহনীয়, তাপ নিরোধক হওয়ায় গ্রীস্মকালে ও শীতকালে আরাম দায়ক, শব্দ নিরধক গুনাগুন সম্পন্ন এই ব্লক। নগরীর নাহার র্গাডেনে আটলান্ট ব্রিকস্ এর ব্যবস্থাপনা পরিচালক মো: এনায়েত হোসেন এর সভাপতিত্বে ও ব্রিকস্ এর পরিচালক প্রকৌশলী এএস মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের (অঞ্চল-৩) এর নির্বাহী প্রকৌশলী মো: মোকসুমুল হাকিম রেজা, (অঞ্চল-১) এর নির্বাহী প্রকৌশলী মো: আবুল বাসার, রাজনীতিবিদ এ্যাড. আবদুল হাই মাহাবুব, ব্রিকস্ এর জিএম আনোয়ার হোসেন জোমাদ্দার, আজম তালুকদার, বরিশাল আইডিয়াল টেকনিক্যাল কলেজের চেয়ারম্যান মো: জাকির হোসেন, বরিশাল নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি এমএ জলিল, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন মোল্লা প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT