3:24 pm , August 23, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ হিজলার আড়িয়াল খাঁ নদীতে নৌ পথের প্রহরি কোস্টগার্ডের অভিযানে কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিক্তিতে নদীপথে অভিযান চালিয়ে এমবি মায়ের দোয়া নামক একটি মালবাহী জাহাজ থেকে ১৮ বস্তা (৫লক্ষ ৪০হাজার মিটার) প্রায় ১ কোটি ৮লাখ টাকার অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানের সময় মালবাহী জাহাজের তিন জনকে আটক করেন কোস্টগার্ড । পরে আটককৃতদের ১৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। আটককৃত জাহাজটিকে জব্দ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. রবিন শীষ। কোস্টগার্ডের নগরীর রসুলপুর কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হিজলা উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালানো হয়। অভিযানে ৫ লাখ ৪০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮লাখ টাকা। তিনি আরো জানান, জব্দ করা অবৈধ জাল সকলের উপস্থিতে পুড়িয়ে দেওয়া হয়েছে । এসময় উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ, বরিশাল মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, সহকারী মৎস্য কর্মকর্তা জয়নাল।