3:20 pm , August 23, 2019
ভা-ারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভা-ারিয়া থানা পুলিশ গতকাল শুক্রবার বিকেলে ভা-ারিয়া পৌর শহরের লক্ষ¥ীপুরা মল্লিক বাড়ি থেকে মা জাহানারা বেগম(৬৫) ছেলে রাজীব মল্লিক(৩০) ও সহযোগি উপজেলা সমজিদের ঈমাম উজির আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭) নামের তিন মাদব ব্যবসায়ীতে ২০০পিচ ইয়াবা সহ গ্রেফতার করেছে। থানাপুলিশ সুত্রে জানাগেছে, দীর্ঘদিনের মাদক স¤্রাট খ্যাত রাজীব মল্লিক দুপুরে তার বাড়ি বসে ইয়াবা বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকশ দল বাড়ি ঘেড়াও করে রাজীব মল্লিককে আটক করে। পরে তার সাথে থাকা ২০০পিচ ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার মা জাহানারা বেগম এবং সাইফুল ইসলাম এই বিক্রির কাজে সহযোগিতা করায় তাদের গ্রেফতার করে পুলিশ। ভা-ারিয়া থানার অফিসার্স ইন চার্জ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, এ বিষয়ে পুলিশ বাদি হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।