বাউফলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত বাউফলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত - ajkerparibartan.com
বাউফলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

3:18 pm , August 23, 2019

বাউফল প্রতিবেদক ॥ বাউফলে শোভাযাত্রা, আলোচনাসভা, ধর্মীয় সংগীত পরিবেশন, পূজা-পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ট অবতার শ্রীকৃষ্ণের ৫২৪৫ তম জন্ম উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার কালাইয়া সার্বজনীন সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল পালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সামছুল হক মিয়া, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম আজাদ, বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সহঃসভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রায়িক বাংলাদেশ গড়া, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর জোর দেন।
অন্যদিকে বাউফল কালিবাড়ী পূজা কমিটির উদ্যোগে দিবসটির উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT