3:09 pm , August 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার শোলনা বন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে অর্থ সহায়তা ও ঢেউটিন প্রদান করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম। গতকাল শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে নগরীর বান্দ রোডস্থ বিআইপি কলোনীতে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসে এ সহায়তা প্রদান করা হয়। এসময় ক্ষতিগ্রস্থ ৯ ব্যবসায়ীর হাতে নগদ ৬ হাজার টাকা এবং এক বান করে ঢেউটিন দিয়েছেন প্রতিমন্ত্রী। এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু, মহানগর আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন, মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিম উদ্দিন, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন এবং জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আব্দুল জিন্নাহ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝি সময়ে সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের শোলনা বন্দরে আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে ক্ষতিগ্রস্থ হন ব্যবসায়ীরা। ঘটনার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি রাজধানীতে অবস্থান করছিলেন। তাই বরিশালে ফিরে তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থিক সহায়তা ও দোকান পুনঃসংস্কারের জন্য ঢেউটিন বিতরণ করেন।