চরফ্যাসনে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাসহ আহত-২ চরফ্যাসনে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাসহ আহত-২ - ajkerparibartan.com
চরফ্যাসনে জমি নিয়ে বিরোধে বৃদ্ধাসহ আহত-২

3:31 pm , August 22, 2019

চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনে বোনের মেয়ের জমিতে টয়লেট নির্মানে বাঁধা দিতে গিয়ে প্রতিপক্ষের প্রহারে মা ও ছেলেসহ ২জন আহত হয়েছেন। আহতরা হলেন জাহেদা খাতুন (৬৫) এবং তার প্রতিবন্ধী ছেলে ইব্রাহিম(৪০)। গত সোমবার রাতে রসুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এঘটনা ঘটে। আহতদেরকে চরফ্যাসন হাসপাতলে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা জাহেদা খাতুন জানান, তার বোনের মেয়ে রোকেয়া বেগম জনৈক লালু ফোনারের নিকট থেকে ১৬ শতাংশ জমি খরিদ করে দীর্ঘ কয়েক বছর ভোগ দখলে ছিলেন। ২০০৬ সনে ওই জমি সংলগ্ন দক্ষিণ পার্শ্বে ভাষানচর আবাসন নির্মানের পর রোকেয়া ঐ আবাসনে একটি ঘর পেয়ে সেখানে বসবাস করেন। বিগত ১মাস যাবত স্থানীয় রাহাত গংরা জমিটি খাস দাবী করে আবু হুরায়রা জামে মসজিদের প্রসাবখানা নির্মাণ করেন। তারা এই নির্মান কাজে বাঁধা দিলে স্থানীয় রাহাত, মহিউদ্দিন, বেলায়েত বলি, দুলাল হাজারী এবং সুমন তাকে এবং তার প্রতিবন্ধী ছেলেকে পিটিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে। পরে সাবেক ইউপি সদস্য আজাহার উদ্দিনের সহযোগীতায় তারা চরফ্যাশন হাসপাতালে ভর্তি হন। রোকেয়া বেগম বলেন, মসজিদের টয়লেট এবং প্রসাব খানা নির্মাণের নামে আমার জমিটি অবৈধ দখলের চেষ্টাকারী বাছেত সওদাগর গংরা ২আগস্ট রাতে আমার ব্যবহৃত পরিত্যাক্ত টিনসেড ঘরটি ভেঙ্গে নিয়ে ভিটির মাটি কেটে উঠান সমান করে ফেলেছে। এঘটনায় ১২জনকে আসামী করে আমি বাদি হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সিআর ৩৫৩/২০১৯নং মামলা করেছি। অভিযোগের বিষয়ে রাহাতের বাবা বাছেত সওদাগর জানান, জমিটি রোকেয়ার নয়। জিন্নাগড়ের সহিদ পাটোয়ারীর নামে বন্দবস্তকৃত জমিটি তিনি মসজিদকে দিয়েছেন। তবে এর সপক্ষে তিনি কোন কাগজ পত্র দেখাতে পারেননি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT