3:29 pm , August 22, 2019
গলাচিপা প্রতিবেদক ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। ইউনিক ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ও পটুয়াখালী-৪ আসনের সাংসদ মহিব্বুর রহমানের সৌজন্যে বুধবার সকালে ইউনিক ডায়গনস্টিকে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকাল ৫ পর্যন্ত প্রায় তিন শত রোগী ফ্রি চিকিৎসাসেবা পেয়েছেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করেছেন রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা.জহির উদ্দিন আহম্মেদ (এম.বি.বি.এস)। আরও চিকিৎসাসেবা প্রদান করেছেন ইউনিক ডায়গনস্টিক সেন্টারের মেডিকেল অফিসার ডা.প্রদীপন কুমার মন্ডল (এম.বি.বি.এস ও সিএমইউ-আল্ট্রা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ তালুকদার ও রাঙ্গাবালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন আবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিক ডায়গনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো.জোবায়ের হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিক ডায়গনস্টিকের নির্বাহী পরিচালক ও রাঙ্গাবালী প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মু.জাবির হোসেন।