ভোলায় ইসকনের জন্মাষ্টমীর অনুষ্ঠান নিয়ে ২ গ্রুপের মধ্যে উত্তেজনা ॥ পাল্টাপাল্টি আলটিমেটাম ভোলায় ইসকনের জন্মাষ্টমীর অনুষ্ঠান নিয়ে ২ গ্রুপের মধ্যে উত্তেজনা ॥ পাল্টাপাল্টি আলটিমেটাম - ajkerparibartan.com
ভোলায় ইসকনের জন্মাষ্টমীর অনুষ্ঠান নিয়ে ২ গ্রুপের মধ্যে উত্তেজনা ॥ পাল্টাপাল্টি আলটিমেটাম

3:25 pm , August 21, 2019

ভোলা প্রতিবেদক ॥ ভোলা শহরের সার্কুলার রোডে ইসকন আয়োজিত শ্রীকৃষ্ণেরে জন্মাষ্টমী’র অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়ছে। পাল্টাপাল্টি কর্মূসূচি পালন করে আলটিমেটাম ঘোষণা করেছে উভয় গ্রুপ। জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে’র উপর হামলা ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে গতকাল বুধবার বিক্ষোভ এবং বিচার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে হিন্দু সংগঠনের নেতারা। তার। অভিযুক্তদের গ্রেফতার ও বিচার দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দেন। এদিকে আসর নামাজের পর ইসকনের কার্যক্রম বন্ধের দাবিতে কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ করে ২৪ ঘন্টার পাল্টা আলটিমেটাম দিয়েছে তাওহহিদী জনতা নামের একটি ইসলামী সংগঠন। তারা আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর রোড মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোলা শহরের সার্কুলার রোডের বিরেন্দ্র বিজয় রায় চৌধুরী বাড়ীর কালী মাতা ও দূর্গা মাতার মন্দির চত্বরে জন্মাষ্টমীর অনুষ্ঠানের প্যান্ডেল তৈরীর কাজ শুরু করে ইসকন। এনিয়ে স্থানীয় মুসলমানদের সাথে জন্মাষ্টামীর অনুষ্ঠানের আয়োজকদের মতবিরোধ দেখা দিলে ওই রোডের বাসিন্দারা প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে। এদিকে গতকাল বুধবার সকালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে। প্রশাসনের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসার আগেই জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের উপর হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন শৃঙ্খলা রক্ষার্থে তাৎক্ষণিক ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। বিকালে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।
ওই বাড়ির জমি নিয়ে হিন্দু –মুসলমান দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছে এবং আদালতে মামলা রয়েছে বলে জানা গেছে। এদিকে প্যান্ডেল তৈরীর সময় হামলার খবর পেয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে ঘটনাস্থলে গেলে অর্ধশতাধিক লোক তার উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। হামলাকারীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে গতকাল দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করে হিন্দু সংগঠনের ১৫ নেতা। এরা হলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সহ-সভাপতি বিকাশ চন্দ্র মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সাধারণ সম্পাদক জয় চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক রাজন সাহা, মিঠু দে, শ্রী শ্রী লক্ষ্মীগৌবিন্দ জিওর মন্দিরের সাধারণ সম্পাদক মিন্টু কর্মকার, শ্রী শ্রী মদন মোহন জিওর মন্দিরের সভাপতি রাম কৃষ্ণ বণিক দুলাল, সাধারণ সম্পাদক বিপ্লব কুমার পাল কানাই, চরফ্যাশন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অভিমুণ্য দাস, দৌলতখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র হালদার, বোরহানউদ্দিন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ দে, ওয়ার্ল্ড হিন্দু ফেডারেসন ভোলার আহবায়ক বাসুদেব ভক্ত সদস্য সচিব রনজিত বেপারী। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ওই এলাকার ইউনুছ তার ছেলে সেলিম, রাজিব, ইকবাল, রুবেল, মোবারক, নাজ হামলার নেতৃত্বে ছিলেন। অভিযোগ গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার মীর সাফিন মাহমুদ জানান, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান। অপরদিকে আসরের নামাজের পর শহরের হাটখোলা জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে তাওহীদি জনতা নামের একটি ইসলামী সংগঠন। তারা মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের বাঁধার মুখে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে ইসকনের কার্যক্রম বন্ধের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয়। এর মধ্যে আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় সদর রোড মানবন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি রয়েছে। এসময় তাদের দাবির সপক্ষে বক্তব্য দেন মুফতি মমিন, মাওলানা গোলাম মোরশেদ, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলনা তাজউদ্দিন ফারুকী, মাওলানা মিজানুর রহমান ও মালানা নুরুল আমিন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছগির মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। বিষয়টি সমাধানের জন্য রাতে জেলা প্রশাসক দুই পক্ষকে নিয়ে বৈঠক করার কথা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT