মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম - ajkerparibartan.com
মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

3:24 pm , August 21, 2019

মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী মো. সবুজ মিয়া হাওলাদার (২০) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া বাজার সংলগ্ন সরকারী পুকুর পাড়ে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর জখম সবুজ মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তির পর তাঁর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক রাতেই বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। আহত সবুজ মিয়া উপজেলার বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের আফজাল হোসেন হাওলাদারের ছেলে। সে স্থানীয় ওয়ার্ড যুবলীগের সদস্য। গুরুতর আহত সবুজ মিয়া জানান, গত উপজেলা নির্বাচনে আমি নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন মিয়ার সাথে আমার বিরোধের সৃষ্টি হয়। সুমন বিজয়ী আ’লীগের বিদ্রোহী ন্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে। পূর্বের এ নির্বাচনী জেরে স্থানীয় মোস্তফা ডিলারের ছেলে ছাত্রলীগ নেতা সুমন মিয়ার নেতৃত্বে ১০/১২জনের একদল সন্ত্রাসী আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT