কাঠালিয়ায় সাবেক ছাত্রদল সভাপতি দিয়েই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন, কমিটি গঠন! কাঠালিয়ায় সাবেক ছাত্রদল সভাপতি দিয়েই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন, কমিটি গঠন! - ajkerparibartan.com
কাঠালিয়ায় সাবেক ছাত্রদল সভাপতি দিয়েই বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন, কমিটি গঠন!

3:22 pm , August 21, 2019

কাঠালিয়া প্রতিবেদক ॥ রাজনৈতিক সুবিধা আদায়ে দলবদল বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু নয়। নীতি-আদর্শের কথা ভুলে ফায়দা লুটতে অতীতে অনেকেই যোগ দিয়েছেন ক্ষমতাসীন দলে। এক দল ছেড়ে অন্য দলে যোগ দেওয়ার এই প্রক্রিয়া বর্তমানে অনেকটা পাল্টে গেছে। বর্তমানে যে প্রক্রিয়ায় নিজ দল ছেড়ে ক্ষমতাসীন দলে যোগ দেওয়া হচ্ছে তাকে আর দলবদল বলা যায় না। বলা যায়, অনুপ্রবেশ। এই প্রক্রিয়ায় বিএনপি ও জামায়াত-শিবির ছেড়ে ক্ষমতাসীন আওয়ামী লীগে অনুপ্রবেশ শুরু হয় ২০০৯ সাল থেকে। আর এই অনুপ্রবেশ স্রোতের আকার ধারণ করে ২০১৪ সালে চারদলীয় জোটের সহিংস আন্দোলন দমে যাওয়ার পর থেকে। ২০১৫ সালের ৮ নভেম্বর রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘জামায়াত-শিবির ও বিএনপি থেকে আওয়ামী লীগে নয়।’ কিন্তু তার পরও অনুপ্রবেশ থেমে নেই। নানা প্রক্রিয়ায় জামায়াত-শিবির-বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশের পর অনেকে পদ-পদবিও বাগিয়ে নিচ্ছেন। আশঙ্কার কথা, ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটি গঠন নিয়ে স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কমিটির সদস্য কিবরিয়া জমাদ্দার সহ একাধিক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। শৌলজালিয়া গ্রামের মৃত: মো: সেলিম মিয়ার ছেলে কিবরিয়া জমাদ্দার, তিনি একসময় শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। হঠাৎ করে, কবে? কি ভাবে? আওয়ামী লীগে যোগ দিয়েছেন এসম্পার্কে ধারনা নাই স্থানীয় আওয়ামীলীগ নেতাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আওয়ামীলীগের ব্যানারে বিএনপির এই সাবেক নেতাকে কাজ করতে দেখা যায়নি। তবে এখন নগদে উড়ে এসে আওয়ামীলীগের পতাকা তলে আশ্রয় নিয়েছে নামধারী এই আওয়ামীলীগ নেতা। শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সোহাগ মল্লিকের কাছে জানতে চাইলে বলেন, কিবরিয়া জমাদ্দার একসময় শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন । সুধু কিবরিয়াই না শৌলজালিয়া ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি কমিটিতে এনায়েতকে সদস্য করা হয়েছে। সেই এনায়েত হোসেনও একসময় বিএনপির সকল মিটিং মিছিলে ছাত্রদলের ব্যানারে সক্রিয় ছিলেন। শৌলজালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বলেন, কিবরিয়া জমাদ্দার ছিলেন জেলা বিএনপির নেতা সাব্বির রহমানের প্রধান সিপাহসালার ছিলেন। ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতির পদে বসে ইউনিয়ানের সকল টিআর আত্মসাৎ করে । নবাগত এই নামধারী আওয়ামীলীগ নেতা কিবরিয়া জমাদ্দার বিএনপির পদ-পদবী থেকে হঠাৎ আওয়ামীলীগের পতকা তলে আশ্রয় নেওয়ায় স্থানীয় সচেতন মহল ও রাজনৈতিক প্রাঙ্গনে বেশ সমালোচনার ঝড় উঠেছে। প্রতিদিনই বিকালে ভিড় জমে কাঠালিয়া উপজেলার ছোট ছোট চায়ের দোকান আর হোটেল গুলোতে। আশপাশের বিভিন্ন বয়সী মানুষ এখানে আসে বিকালের আড্ডায়। তবে বেশ কয়েকদিন যাবত আলোচনার বিষয়বস্তু ভিন্ন। ঘুরেফিরে সবাই-ই বলছিলেন বিএনপি থেকে রাতারাতি আওয়ামীলীগে যোগদেওয়া কিবরিয়ার জমাদ্দারের কথা। সেই সঙ্গে ছি ছি আর ধিক্কারও জানাচ্ছিল অনেকে। কি ভাবে তিনি সভা সমাবেশ করেন এ প্রশ্ন দেখা দিয়েছে সাধারন মানুষের মনে। এবং দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কিবরিয়ার মত অনুপ্রবেশকারীদের দিয়ে শোক দিবস পালনের কমিটি করায় নেতাকর্মীদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কাঠালিয়া উপজেলার প্রবীন এক আওয়ামীলীগ নেতা বলেন, নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে বর্তমানে সূচতুর এই বিএনপি নেতা নয়া কৈৗশলে আওয়ামীলীগে নাম লিখিয়েছে। এদের মুখে আওয়ামীলীগের নাম থাকলেও এদের চেতনায় রয়ে গেছে বিএনপি। স্থানীয় আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীরা মনে করেন কিবরিয়ার মত নেতাকে দলে স্থান না দেওয়াই উত্তম, কারন এরা নিজের স্বার্থ হাসিল করতে গোপনে দলের বিরুদ্ধে কাজ করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT