3:18 pm , August 21, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ ব্রজমোহন (বিএম) কলেজ অস্থায়ী কর্মপরিষদের জিএস নাহিদ সেরনিয়াবাতকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় বিচার আদালতের বিচারক সাব্বির মো ঃ খালিদ এ নির্দেশ দেন। এর আগে পার্টনারের কাছ থেকে টাকা ধার নিয়ে প্রতারনার অভিযোগে গতকাল বুধবার ওই আদালতে এনআই এ্যাক্ট আইনে নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন হিজলার বর জালিয়া গ্রামের মিজানুর রহমান। মামলার অভিযোগে জানাগেছে, ব্যবসায়িক প্রয়োজনে পার্টনার মিজানুর রহমানের কাছ থেকে গত ২২ ফেব্রুয়ারী ২৬ লাখ ৫৭০, ৮ মার্চ ৭ লাখ ৯৪ হাজার ৩০০ এবং সর্ব শেষ গত ৫ এপ্রিল ৮ লাখ ২১ হাজার ৭৮৪ টাকা ধার নেয় নাহিদ সেরনিয়াবাত। ফেরৎ দেয়ার অঙ্গিকারে অনুযায়ী গত ১৫ মে থেকে বিভিন্ন সময় তিনটি চেক প্রদান করে নাহিদ। তবে ওই চেকগুলো ব্যাংকে জমা দিলে তা বিভিন্ন সময় ডিস আনার হয়। এরপর ১ মাসের মধ্যে পাওনা টাকা ফেরৎ চেয়ে গত ৮ জুলাই নাহিদ সেরনিয়াবাতকে আইনী নোটিশ দেয় মিজানুর রহমান। নোটিশ পাওয়ার পরেও পাওনা টাকা পরিশোধ না করায় গতকাল আদালতে মামলা করে পার্টনার মিজানুর রহমান।