কীর্তনখোলা ও পায়রা নদীতে মৎস্য পোনা অবমুক্ত কীর্তনখোলা ও পায়রা নদীতে মৎস্য পোনা অবমুক্ত - ajkerparibartan.com
কীর্তনখোলা ও পায়রা নদীতে মৎস্য পোনা অবমুক্ত

3:16 pm , August 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা ও পটুয়াখালী জেলা পুলিশের পৃথক উদ্যোগে নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার সকালে কীর্তনখোলা ও পটুয়াখালীর পায়রা নদীতে মৎস্য অবমুক্ত করেন রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম।এর মধ্যে সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন সংলগ্ন কীর্তনখোলা নদীতে জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন দেশীয় প্রজাতির মৎস্য অবমুক্ত করেন রেঞ্জ ডিআইজি। এসময় জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অপরদিকে বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে লেবুখালী ফেরীঘাট এলাকায় পায়রা নদীতে মৎস্য পোনা অবমুক্ত করেন ডিআইজি। এসময় পটুয়াখালীর পুলিশ সুপার মো. মইনুল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম বলেন, প্রাকৃতিক ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা আর ভবিষ্যত প্রজন্মসহ জনসাধারণের বৃহৎ স্বার্থে এ ধরনের প্রয়াস যে কেউ স্বেচ্ছায় গ্রহণ করতে পারেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT