3:14 pm , August 21, 2019
নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলে ডেঙ্গুজ্বর পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগের উদ্বেগ বাড়ছে। ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের সরকারীÑবেসরকারী হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় ৩ হাজারে অতিক্রম করেছে। মারা গেছেন মোট ৭জন। এছাড়াও বাইরে বিভিন্ন পর্যায়ে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নেয়া রোগীর সংখ্যা আরো দু হাজারেরও বেশী বলে দাবী ওয়াকিবহাল মহলের। তবে এব্যাপারে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর কোন মন্তব্য করেনি। ইতোমধ্যে শুধুমাত্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন প্রায় ১৪শ ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী। এ হাসপাতালটিতে চিকিৎসাধীন ৫ জন রোগী মারা গেছেন । এ অবস্থাতেই সরজমিনে দক্ষিণাঞ্চলের ডেঙ্গুজ্বর পরিস্থিতি খতিয়ে দেখতে খুব শিঘ্রই আইসিডিডিআরবি’র একটি গবেষনা প্রতিনিধিদল দক্ষিণাঞ্চলে আসছে বলে জানা গেছে। ঢাকা সহ দেশের বেশীরভাগ এলাকায় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হতে শুরু করলেও দক্ষিণাঞ্চলে তা হতাশাব্যাঞ্জক বলে মনে করছে আইসডিডিআরবি। বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এ বিষয়ে দ্বিমত পোষন না করলেও পিরোজপুর সহ কয়েকটি এলাকায় রোগী কিছুটা বাড়ছে বলে জানিয়েছেন। পাশাপাশি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও রোগীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমছে না বলেও মনে করছে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল মহল। এরপ্রেক্ষিতেই বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতে একটি গবেষনা প্রতিনিধি দলকে দক্ষিণাঞ্চলে পাঠানো হচ্ছে বলে জানা গেছে। এদিকে বুধবার সকালের পূর্ববর্তি ৯৬ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ টি জেলায় আরো ৫৭৫ জন ডেঙ্গুজ্বর নিয়ে বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পটুয়াখালীর মির্জাগঞ্জের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এনিয়ে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৭জনের মৃত্যু হল। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ৫জন, বরগুনাতে ১জন ও বরিশালের গৌরনদীতে আরো একজনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল পর্যন্ত এ অঞ্চলের সরকারীÑবেসরকারী হাসপাতালগুলোতে ৩ হাজার ৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর থেকে বলা হয়েছে। দিনের শেষে তা প্রায় সাড়ে ৩ হাজারের কাছে পৌছে। ইতোমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত হাসপাতালটিতে দেড় শতাধীক ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিল।
বৃহস্পতিবার সকালের পূর্ববর্তি ৯৬ ঘন্টায় এ অঞ্চলে নতুন করে প্রায় ৫শ ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ১জন ছিল বরিশালের একটি বেসরকারী হাসপাতালে। দুপুর পর্যন্ত এ অঞ্চলের জেলা ও উপজেলার সরকারীÑবেসরকারী হাসপাতালগুলোতে ৫শতাধীক ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগী চিকিৎসাধীন ছিল। এর মধ্যে বরিশালের সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা হাসপাতালে ছিল প্রায় দেড়শ রোগী। পিরোজপুরেও ডেঙ্গুজ্বর আক্রান্ত ৭০জন রোগী চিকিৎসাধীন ছিল।