মুলাদী থেকে জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার মুলাদী থেকে জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার - ajkerparibartan.com
মুলাদী থেকে জেএমবি’র সক্রিয় সদস্য গ্রেফতার

3:08 pm , August 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মুলাদীতে অভিযান চালিয়ে জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে উগ্রপন্থী বই, লিফলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত জেএমবি সদস্যে’র নাম সুলতান নাসির উদ্দিন (৩৯)। তিনি মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামের মো. হযরত আলী’র ছেলে। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। গতকাল বুধবার (২১ আগস্ট) র‌্যাব-৮ এর বরিশাল নগরীর রূপাতলী সদর দপ্তর থেকে প্রেরিত এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগস্ট সন্ধ্যায় র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে উগ্রপন্থী বই ও লিফলেট সহ জেএমবি সদস্য সুলতান নাসির উদ্দিনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুলতান নাসির উদ্দিন স্বীকার করেছে, সে জেএমবি’র দাওয়াতী শাখার সদস্য। ১৯৯৬ সালে পেদার হাট ওয়াদিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ১৯৯৮ সালে বরিশাল সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে। সুলতান নাসির উদ্দিন দর্জি কাজের মাধ্যমে কর্মজীবন শুরু করে। পরবর্তীতে ওষুধ কোম্পানি, কার শোরুম, বাইং হাউজ ও শেয়ার বাজার এর অফিস সহকারী হিসেবে কাজ করে। ২০১০ সালে ঢাকায় থাকাকালিন জসীম উদ্দীন রহমানীর সান্নিধ্য লাভের মাধ্যমে উগ্রপন্থী কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং ওই সময় থেকেই দাওয়াতী কাজ শুরু করে। ২০১৫ সালের শুরুতে তারিকুল ইসলাম সাকিব এর মাধ্যমে জেএমবি;র কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনা জন্য যশোর, চট্রগ্রাম, বরগুনা, ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে গমণ করেন। বর্তমানে তিনি নিজের পেশার আড়ালে গোপনে উগ্রপন্থী কর্মকান্ডের দাওয়াত দেশব্যাপী পরিচালনার পরিকল্পনা ও বাস্তবায়ন করে আসছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুলাদীতে নিজ গ্রাম থেকে সুলতান নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি তার অন্যান্য সহযোগিদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাব-৮ এর তৎপরতা চলমান রয়েছে বলেও র‌্যাব-৮ থেকে জানানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT