3:25 pm , August 20, 2019
ভোলা প্রতিবেদক ॥ ভোলার ইলিশার গুপ্তমুন্সি এলাকায় মঙ্গলবার রাতে স্কুল শিক্ষক বরের বাসর করা আর হলো না। ফুল শয্যার না হতেই তার রহস্য জনক মৃত্যু হয়েছে। মো: মনির হোসেন (৩৩) নামে ওই স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার সকালে পুলিশ উদ্ধার করেছে। তিনি ২ নং রাজাপুর সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। মনির হোসেন পূর্ব ইলিশার ৮ নং ওয়ার্ডের গুপ্তমুন্সি এলাকার আমিনুল ইসলামের ছেলে। এদিকে ঘটনার রহস্য উদঘাটনে নববধূ বিবি জয়নবকে দুপুরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ভোলা সরকারি কলেজের মাস্টার্স কোর্সের ছাত্রী বিবি জয়নবের (২৪) সঙ্গে স্কুল শিক্ষক মনিরের বিয়ে হয়। সোমবার ধুমধাম করে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে মনির তার বাড়িতে তুলে আনে। ওই রাতেই নিজ বাড়িতে ছিল বাসর রাত। গতকাল মঙ্গলবার ছিল বৌভাত অনুষ্ঠান। কিন্তু তা আর হলো না। সকালে তার লাশ ঘরের দুয়ারের আড়ার সঙ্গে ঝুলতে দেখে স্বজনরা পুলিশকে খবর দেয়। তবে হত্যা না আতœহত্যা তা এখনো কেউ নিশ্চিত করা করতে পারেনি।
এদিকে নববধূ বিবি জয়নব সাংবাদিকদের জানান, বাসরঘরে কোন ধরনের কথা কাটাকাটি বা ঝগড়া হয় নি। রাত সাড়ে ১২ টার সময় হঠাৎ ঘর থেকে বের হয়ে যায় মনির। তারপর সে ওয়াশ রুমে খোঁজা খুজি করে। এ ছাড়া তিনি আর কিছু বলতে পারেনি।
ভোলা ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন চন্দ্র শীল বলেন, খবর পেয়ে আমরা বরের মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।ৎ ভোলা সদর মডেল থানার ওসি মোঃ ছগির মিয়া জানান, নববধূ বিবি জয়নবকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনো এঘটনার কোন ক্রু পুলিশ উৎঘাটন করতে পারেনি। নিহতের ময়নাতদন্ত হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।