রাজাপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে প্রবাস ফেরৎ যুবক গ্রেফতার রাজাপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে প্রবাস ফেরৎ যুবক গ্রেফতার - ajkerparibartan.com
রাজাপুরে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে প্রবাস ফেরৎ যুবক গ্রেফতার

3:24 pm , August 20, 2019

রাজাপুর প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে এক কিশোরী গৃহকর্মীকে (১৪) ধর্ষণের অভিযোগে বেলাল হাওলাদার (৩৫) নামে এক প্রবাস ফেরত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৯ আগস্ট (সোমবার) রাতে রাজাপুর থানায় ওই কিশোরী বাদি হয়ে মামলা দায়ের করলে রাতেই পুলিশ বেলালকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। বেলাল উপজেলার গালুয়া ইউনিয়নের পাকাপুল এলাকার মৃত মোসলেম হাওলাদারের ছেলে। বেলাল বর্তমানে নিজ এলাকায় খাবার হোটেলের ব্যবসা করেন ও এক সন্তানের জনক। পুলিশ জানায়, বেলালের ঘরে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করে আসছিল প্রতিবেশী এ কিশোরী। এই সুযোগে দরিদ্র পরিবারের নাবালিকা ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে বেলাল। সম্প্রতি এ নিয়ে এলাকায় জানাজানি হলে বেলালকে বিয়ের জন্য চাপ দেয় ওই কিশোরী। পরে কিশোরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় বেলাল। এ ছাড়া ওই কিশোরী ও তার পরিবারকে এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতেও হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে কিশোরী মামলা দায়ের করে। রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, নির্যাতিতা কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অভিযুক্ত বেলালকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT